শনিবার, ১৮ জুন, ২০১৬

অনাকাঙ্ক্ষিত ট্যাগ থেকে মুক্ত থাকুন

Be the first to comment!


আমরা যারা ফেসবুক ব্যাবহার করি মোটামুটি আমাদের সকলের Tag শব্দটি সম্পর্কে ধারনা আছে। আপনার প্রোফাইলে আপনার অজান্তে আপনার কোন শুভ/অশুভকাক্ষীর কোন ছবি ঢুকিয়ে দেওয়াকে ট্যাগ করা বলে। ফেইসবুকে ফটো ট্যাগ অনেক বিরক্তিকর একটি বিষয়। প্রতিনিয়ত আপনার ওয়ালে ফটো ট্যাগ করা হয় , এটা খুবই জামেলার একটা বিষয় , এর থেকে পরিত্রান পেতে নিচের নিয়মটা ভালো করে অনুসরণ করুন... প্রথমে আপনার Facebook একাউন্টে লগ অন করুন। তারপর Settings> Privacy > Timeline & Tagging > Review posts friends tag you in before they appear on your timeline? এটাকে (অন ) করে দিন। এখন Tag করা ছবি আপনার wall এ আসবে না। আপনি yes করলে তবেই আপনার wall এ আসবে।

  • 0Blogger Comment
  • Facebook Comment

একটি মন্তব্য পোস্ট করুন